সিলেটে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্তে সিলেট-তামাবিল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে সিলেট থেকে জাফলংগামী একটি বাস সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্তে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি থ্রি হুইলারের (স্থানীয়ভাবে টমটম বলে) সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
নিহতরা সবাই টমটমের যাত্রী ছিল।
জৈন্তাপুর ও বটেশ্বর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় খাদে পড়ে যাওয়া বাসটিকে উদ্ধারে কাজ করে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।