প্রচ্ছদ ›› জাতীয়

সিলেটে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক
০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৭:৩১ | আপডেট: ১ year আগে
সিলেটে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি, সতর্ক পুলিশ
পুরনো ছবি

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে আজ শনিবার সমাবেশ করবে বিএনপি। তাদের পূর্বনির্ধারিত সমাবেশের দিন ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসের’ বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগও।

একই দিন দুই দলের এই মুখোমুখি অবস্থানে নগরজুড়ে দেখা দিয়েছে উত্তেজনা। এ ঘটনায় সতর্ক অবস্থানে আছে সিলেট মহানগর পুলিশ।

দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

অন্যদিকে, একই দিনে সিলেটে ‘শান্তি সমাবেশ’ করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। প্রথমে এই সমাবেশ বিএনপির সমাবেশস্থল রেজিস্ট্রি মাঠে করার ঘোষণা দেয় দলটি। তবে পরে স্থান পরিবর্তন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হবে।

দুই দলের এমন মুখোমুখি অবস্থানের বিষয়ে নিজেদের পদক্ষেপের বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, শুক্রবার বিকেল থেকেই নগরে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। নগরের সব মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সিলেটের রাজপথে সর্বশেষ আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি হয়েছিল ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। ওইদিন খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে সিলেট নগরের কোর্ট পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়েছিল। দুই দলের নেতা-কর্মীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এরপর উভয় দল নানা ইস্যুতে রাজপথে কর্মসূচি পালন করে গেলেও কখনো মুখোমুখি হয়নি। এরফলে আর কোনো রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি সিলেট নগরে।

তবে গত বছরের ৬ নভেম্বর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাতে নগরীর রিকাবীবাজারে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের। কামালের মৃত্যুতে ওই রাতে বিএনপি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।