প্রচ্ছদ ›› জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৩ ১৩:৫৮:৩৩ | আপডেট: ২ years আগে
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি হচ্ছেন সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং)।

কমিটির সদস্য হচ্ছেন- মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান।

উল্লেখ্য, বুধবার (৭ জুন) ভোরে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে আরেকজন মারা যান।