প্রচ্ছদ ›› জাতীয়

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত: জৈন্তাপুর পুলিশ

নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২২ ২০:২৩:৪২ | আপডেট: ২ years আগে
সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত: জৈন্তাপুর পুলিশ
প্রতীকী

সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার ভোরে এ গুলির ঘটনা ঘটে।

নিহত মাদাসির আলী (৫২) একই উপজেলার গুয়াবাড়ি আদর্শ গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, শনিবার রাতে সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহ করতে যান মাদাসির।

তিনি বলেন ‘ভারতীয় দিক থেকে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি চালায়।’

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।