প্রচ্ছদ ›› জাতীয়

সীসাযুক্ত রঙ উৎপাদন নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২২ ১৯:৩১:৫৭ | আপডেট: ২ years আগে
সীসাযুক্ত রঙ উৎপাদন নিষিদ্ধের দাবি

সীসাযুক্ত রঙের উৎপাদন নিষিদ্ধের দাবি জানিয়েছে তরুণরা। একইসঙ্গে দেশে সীসাযুক্ত রং উৎপাদন বন্ধ এবং দেশে বিদ্যমান আইন সুষ্ঠুভাবে বাস্তবায়নে সরকারকে আহ্বান জানানো হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। এসময় আন্তর্জাতিক সীসা বিষাক্ততা প্রতিরোধ সপ্তাহ (আইএলপিপিডাব্লিউ)-এর স্লোগান ‘সে নো টু লেড পয়জনিং’-এ পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

বিষাক্ততামুক্ত পরিবেশের দাবি জানিয়ে তরুণরা বলেন, আমরা এমন পরিবেশে বাস করতে চাই না যা সীসার মতো ক্ষতিকারক ভারি ধাতু দ্বারা দূষিত। দেশকে সীসামুক্ত করতে সকলকে সচেতন হতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্লস গাইড এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে প্রায় ১২০ জন স্বেচ্ছাসেবক এ মানববন্ধনে যোগদান করেন। ডিজিএইচএস, আইইডিসিআর, আইসিডিডিআরবি, ইউনিসেফ, পিওর আর্থ-এর সহযোগিতায় এনভায়রনমেন্ট অ্যান্ড স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো এ মানববন্ধন ও র‌্যালির আয়োজন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান, পিওর আর্থ, ইউনিসেফের প্রতিনিধিরা এবং সাংবাদিকবৃন্দ।

প্রতি বছর অক্টোবরের শেষ সপ্তাহ আন্তর্জাতিক সীসা বিষাক্ততা প্রতিরোধে সপ্তাহ হিসেবে পালন করা হয়।

প্রসঙ্গত, সীসাযুক্ত রং থেকেই মূলত শিশুরা সীসা বিষাক্ততার শিকার হয়ে থাকে। স্নায়বিক, কার্ডিওভাসকুলার, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং হেমাটোলজিকাল প্রক্রিয়াগুলোর উপর সীসার প্রভাব সবচেয়ে বেশি।