প্রচ্ছদ ›› জাতীয়

সুনামগঞ্জে সাড়ে ৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২২ ১১:৩৫:২৭ | আপডেট: ৩ years আগে
সুনামগঞ্জে সাড়ে ৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ
সংগৃহীত ছবি

ঝড়ে সুনামগঞ্জের জালালাবাদ গ্যাস সরবরাহ কেন্দ্রের ওপর গাছ পড়ে সবগুলো মিটার ভেঙে গেছে। ফলে সোমবার রাত ২টা থেকে সুনামগঞ্জের সাড়ে চার হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ অফিসের ম্যানেজার শফিকুল হক জানান, সরবরাহ কেন্দ্রের ডিআরএফের ওপর ঝড়ে গাছ পড়ায় মিটারগুলো ভেঙে পড়েছে। সিলেট থেকে একটি মেরামতকারী দল রওনা দিয়েছে। আরেকটি বিশেষজ্ঞ দল কিছুক্ষণের মধ্যে রওনা দেবে।

ইতোমধ্যে গাছ সরানোর কাজ শুরু হয়েছে। কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক কখন হবে তা তাৎক্ষনিকভাবে বলতে পারছেন না তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে বাইপাস লাইনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গ্যাস সরবরাহ চালু হয়েছে। মূল লাইনে কিছুক্ষণের মধ্যে কাজ শুরু হবে বলে জানা গেছে।