প্রচ্ছদ ›› জাতীয়

‘সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হওয়ায় বছরে ৩৫০ কোটি টাকা সাশ্রয় হবে’

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৯:৫১ | আপডেট: ২ years আগে
‘সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হওয়ায় বছরে ৩৫০ কোটি টাকা সাশ্রয় হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা | পুরনো ছবি

দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হওয়ায় বছরে ৩৫০ কোটি টাকা সাশ্রয় হবে।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের বাস্তবসম্মত পদক্ষেপে স্বাস্থ্যখাত ঘুরে দাঁড়িয়েছে। সরকারি-বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মান যাতে বাড়ে তার ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতে হাসপাতাল ও মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মান যাতে বাড়ে তার ব্যবস্থা নিতে হবে।

শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগের সুফল পাচ্ছে দেশের মানুষ। মনে রাখতে হবে দেশের মানুষ খুব অল্প খরচে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেদিকে দৃষ্টি দিতে হবে। জেলা-উপজেলা পর্যায়ে সেবা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী চিকিৎসক- নার্সদের ঢাকামুখী না হয়ে মানবিক সেবাদানের পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন-  দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউ প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

জনগণের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি দেশের প্রথম সেন্টার ভিত্তিক সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়।

২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।