জাতীয় স্বার্থ ও দেশের কল্যাণে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন।
বুধবার পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সভায় এ পরামর্শ দেন আইজিপি।
এসময় তিনি জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় নিয়ে সরকারের বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য পুলিশের সকল ইউনিটকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন।
সকল পুলিশ সদস্যকে প্রধানমন্ত্রীর আহ্বান মেনে চলার জন্য অনুরোধ করে বেনজীর বলেন, ‘আমি নিজেই আমার রুমের সুইচ বন্ধ করি।’
পুলিশ সদরদপ্তরসহ পুলিশের সব প্রতিষ্ঠানে বৈদ্যুতিক বাতি ও এসির ব্যবহার সীমিত করার নির্দেশ দিয়েছেন আইজিপি।
সভায় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।