প্রচ্ছদ ›› জাতীয়

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গুরুতর আহত ৪ বাংলাদেশি শান্তিরক্ষী

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২২ ১৩:০৫:১৬ | আপডেট: ২ years আগে
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গুরুতর আহত ৪ বাংলাদেশি শান্তিরক্ষী
ফাইল ছবি (সংগৃহীত)

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় গুরুতর আহত হয়েছেন ৪ বাংলাদেশি শান্তিরক্ষী।

সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের কবলে পড়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের গাড়ি। এতে ঘটনাস্থলে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হন।

আহত শান্তিরক্ষীরা হলেন- মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাংগীর আলম এবং সৈনিক শরীফ হোসেন।

বিবৃতিতে আরও জানানো হয়, আহতদের উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে।

শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলেও বিবৃতিতে জানানো হয়ে।