প্রচ্ছদ ›› জাতীয়

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২২ ২১:০৮:০৫ | আপডেট: ১ year আগে
সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
(সংগৃহীত ছবি)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার বাড়িগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের কর্মীদের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শ্রমিকেরা হলেন- লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮)। লিটন উপজেলার পুটিয়া এলাকার ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে। রাসেল উপজেলার হুরমহিষা গ্রামের আলী আরশাদের ছেলে। নির্মাণাধীন ভবনটি বাড়িগাঁও এলাকার বাসিন্দা আবুল বাশারের। সেখানে লিটন ও রাসেল শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িগাঁও গ্রামের বাসিন্দা আবুল বাশার তার নিজের জায়গায় একটি ভবন নির্মাণ করার শুরুতেই সেপটিক ট্যাংকের কাজ শুরু করেন। সেখানে রাসেলকে রাজমিস্ত্রি এবং লিটনকে শ্রমিক হিসেবে কাজের দায়িত্ব দেওয়া হয়। গত এক মাস আগে সেপটিক ট্যাংকটির নির্মাণ কাজ শেষ হয়।

আজ সকালে রাসেল ও লিটন ওই সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় সেখানকার বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় তারা জ্ঞান হারিয়ে ফেলেন এবং অল্প সময়েই দমবন্ধ হয়ে মারা যান। আশপাশের লোক ও নির্মাণাধীন ওই বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংকের ভেতরে দুই শ্রমিককে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগে খবর দেন।

নিহত লিটনের পরিবার জানায়, তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। লিটনের আয়েই চলত সংসার। তাকে হারিয়ে পরিবারটি এখন চরম বিপাকে পড়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ওই দুই শ্রমিকের লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা হয়নি। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।