সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ভারত সফরকালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করা হবে।
রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, ৫ থেকে ৭ সেপ্টেম্বরের যে কোনো সময় ভারত সফর করবেন এবং দুই থেকে তিনদিন থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করবেন।
কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র হিসেবে বিবেচিত এবং এটি বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড নির্মাণ করছে।
জানা যায়, বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণে ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ৫০: ৫০ যৌথ উদ্যোগ রয়েছে। প্রকল্পটির মূল্য দেড় বিলিয়ন মার্কিন ডলার।