প্রচ্ছদ ›› জাতীয়

সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২২ ২১:২৮:২৬ | আপডেট: ১ year আগে
সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

সোমবার থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

রোববার রাতে সেতু বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 

এর আগে রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে দুজন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে পদ্মা সেতুর কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেয়া হচ্ছে।

আরও পড়ুন- ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ৮২ লাখ টাকার টোল আদায়

শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভোর ৬টা থেকে সর্বসাধারণের চলাচলের জন্য সেতু খুলে দেয়া হয়। প্রথম দিন সেতু পার হতে হাজার হাজার মোটরসাইকেলের ভিড় করতে দেখা গেছে।