সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন দুলাল নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
শনিবার রিয়াদ থেকে দাম্মাম শহরে আসার পথে ভোর ৪টায় দেশটির যুদা শহরের এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন এ সংবাদটি নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই জানান, গত শনিবার যুদা শহরে সড়ক দূর্ঘটনায় দেলোয়ার হোসেন দুলাল গাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করতেন। এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।