প্রচ্ছদ ›› জাতীয়

সৌদিতে হৃদরোগে ২ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২২ ২০:৪৪:১৮ | আপডেট: ২ years আগে
সৌদিতে হৃদরোগে ২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের মদিনায় শামসুল আলম(৫১) নামে এক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

জানা যায়, মদিনার বাব আল তাম্মার এলাকায় আবাসিক হোটেল ব্যবসায়ী মোহাম্মদ শামসুল আলম হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। নিহত শামসুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের কালোয়ার পাড়া এলাকার বাসিন্দা।

এদিকে, জেদ্দার কিলো আরবাতাস এলাকায় আবু তাহের সওদাগর(৫৬) নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা গেছেন। জেদ্দা প্রবাসী আবু তাহের সওদাগরের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর আধুনগর গ্রামে।