খাগড়াছড়ি সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে গায়ে পড়ে শ্রাবণ দেওয়ান (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রাবণ দেওয়ান খাগড়াছড়ি পৌরসভার নারায়ণ খাইয়া এলাকার বাসিন্দা প্রণয় দেওয়ানের ছেলে। সে ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজও সকালের দিকে মায়ের সঙ্গে স্কুলে যায় শ্রাবণ। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের প্রবেশদ্বারের লোহার গেট খুলে তার গায়ের ওপর পড়ে।
উপস্থিত লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। কেউ যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, স্কুলের গেট ভেঙে পড়ার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে গেটটি দুর্বল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।