প্রচ্ছদ ›› জাতীয়

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২২ ১৬:০৩:০৩ | আপডেট: ৩ years আগে
স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার বেলা ১২টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম সারোয়ার এ আদেশ দেন।

মামলার বিবরণ থেক জানা যায়, ২০০২ সালের ১০ নভেম্বর সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোহারা গ্রামের বাসিন্দা আনছের আলীর ছেলে নয়ন মণ্ডল পারিবারিক কলহের জেরে তার স্ত্রী রেশমা বেগমকে লাঠি দিয়ে মেরে গুরুতর আহত করেন। পরে ওই দিন বিকেলে রেশমা মারা যান। এ ঘটনায় নয়নকে আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রেশমার বড় ভাই আবির মণ্ডল।

তদন্ত শেষে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে ‍পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ বিচারক গোলাম সারোয়ার আসামির উপস্থিতিতে ফাঁসির আদেশ দেন।

মামলা চলাকালীন ৯ জন ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল ও এপিপি গকুল চন্দ্র বর্মন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী হাসান আলী ও আইনজীবী আবু কাইছার।