প্রচ্ছদ ›› জাতীয়

সড়ক দুর্ঘটনা-বিদ্যুৎস্পৃষ্ট থেকে রক্ষা পেলেন ৫০ পোশাকশ্রমিক

নিজস্ব প্রতিবেদক
০৪ আগস্ট ২০২২ ১৫:৫২:০৩ | আপডেট: ৩ years আগে
সড়ক দুর্ঘটনা-বিদ্যুৎস্পৃষ্ট থেকে রক্ষা পেলেন ৫০ পোশাকশ্রমিক

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস উল্টে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ৪০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সড়কের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের দুটি তার ছিঁড়ে বাসের ওপর পড়লেও বিদ্যুতায়িত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

এলাকাবাসী জানায়, ধামরাইয়ের বালিথা রাইজিং পোশাক কারখানার এসবি লিংক পরিবহনের শ্রমিকবাহী একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০৬১৯) সাভারের নবীনগর, নয়ারহাট, ইসলামপুর, ধামরাই থানা বাসস্ট্যান্ড ও ঢুলিভিটা এলাকা থেকে শ্রমিক নিয়ে কারখানায় রওনা হয়। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদরাসার সামনে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেতে শ্রমিকবাহী বাসটি সড়কের পাশে উল্টে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। এ সময় মহাসড়কের ওপর দিয়ে উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের দুটি তার ছিঁড়ে বাসের ওপর পড়ে এবং উত্তর পাশে বিদ্যুতের তারে আগুন ধরলেও দক্ষিণ পাশের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা লাগায় বিদ্যুৎস্পর্শ থেকে রক্ষা পান বাসের যাত্রীরা।

এ ঘটনায় হালিমা বেগম নামে এক নারী ও এক পুরুষ শ্রমিক গুরুতর আহত হন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহত শ্রমিক কহিনুর ইসলাম জানান, বিদ্যুতের তার উত্তর পাশ থেকে ছিঁড়ে বাসের ওপর পড়ায় আল্লাহ আমাদের প্রাণে রক্ষা করেছে। এছাড়া বিদ্যুতের খুঁটি না থাকলে বাসটি পাশের প্রায় ৩০-৪০ ফুট নিচের খাদের পানিতে ডুবে যেত। আল্লাহ আমাদের দুই দিক থেকেই রক্ষা করেছেন।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর কালামপুর জোনাল অফিসের লাইনম্যান আব্দুল আজিজ বলেন, বাসটি দুর্ঘটনার সময় বিদ্যুৎ চলমান ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিপরীত পাশ থেকে তার ছিঁড়ে পড়ায় বড় ধরনের প্রাণহানি থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়েই আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীরা আহত হলেও পানিতে ডুবে ও বিদ্যুৎস্পর্শ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় কিছু পোশকশ্রমিক আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।