প্রচ্ছদ ›› জাতীয়

হরতালে সাড়া নেই, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২২ ১০:১৪:০৬ | আপডেট: ৩ years আগে
হরতালে সাড়া নেই, যান চলাচল স্বাভাবিক
পুরনো ছবি

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে রাজধানীতে তেমন সাড়া নেই। আজ সকাল থেকে সব ধরনের যানবাহন চলছে। হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল করলেও সড়কগুলোতে নির্বিঘ্নে চলছে যানবাহন।

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো দাবিতে হরতালের ডাক দেয় বাম জোট। বৃহস্পতিবার সকাল ৬টায় বাম জোটের এ হরতাল শুরু হলেও রাজধানীর বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেসক্লাব এলাকার সড়কগুলোতে নির্বিঘ্নে চলছে যানবাহন।

একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার কিশোর সরকার জানান, রাস্তায় হরতালের কোনো উত্তাপ নেই। যানবাহনের চলাচল দেখে মনে হয়নি হরতাল চলছে। সব কিছু স্বাভাবিক আছে।

এদিকে, হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।