প্রচ্ছদ ›› জাতীয়

হাওরাঞ্চলে আর সড়ক নির্মাণ করবে না সরকার: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২২ ২০:১১:৪০ | আপডেট: ৩ years আগে
হাওরাঞ্চলে আর সড়ক নির্মাণ করবে না সরকার: পরিকল্পনামন্ত্রী
ফাইল ছবি (সংগৃহীত)

হাওরাঞ্চলে সরকার আর কোনো সড়ক নির্মাণ করবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, হাওরে আর সড়ক নির্মাণ করবে না সরকার। যেখানে প্রয়োজন হবে সেখানে উড়াল সড়ক নির্মাণ করা হবে।

রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ মোকাবিলায় সরকারের মহাপরিকল্পনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় প্রকল্প আসছে৷ প্রথমে ত্রাণ, এরপর নির্মাণ। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে সহায়তা দেয়া হবে।

তিনি বলেন, যা সহায়তা আসছে তা প্রয়োজনের তুলনায় কম হলেও এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান এবং সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন।