প্রচ্ছদ ›› জাতীয়

হাজারীবাগে চামড়ার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৩ ১২:০৮:৩৩ | আপডেট: ২ years আগে
হাজারীবাগে চামড়ার কারখানায় আগুন
প্রতীকী ছবি

হাজারীবাগে একটি চামড়ার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হাজারীবাগে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেড নামের একটি কারখানায় আগুন লেগেছে।

বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আবদুর শহীদ।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়ানি।