প্রচ্ছদ ›› জাতীয়

হাতিরঝিলে মহানগর ব্রিজের নিচে যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২২ ১৭:০৬:৪৬ | আপডেট: ২ years আগে
হাতিরঝিলে মহানগর ব্রিজের নিচে যুবকের লাশ
সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে মহানগর ব্রিজের নিচ থেকে এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে ঐ যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, হাতিরঝিল মহানগর ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করি। এরপর দুপুর পৌনে ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাতে এ কর্মকর্তা আরও জানান, ওই যুবক ব্রিজ থেকে লাফিয়ে পড়ে পানিতে তলিয়ে যায়। তার পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।