প্রচ্ছদ ›› জাতীয়

১ জুলাই থেকে এক্সপ্রেসওয়েতে টোল

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২২ ১৮:৩৪:৩১ | আপডেট: ১ year আগে
১ জুলাই থেকে এক্সপ্রেসওয়েতে টোল
সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নির্মিত দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হচ্ছে। গতকাল রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সোমবার পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি পাওয়া যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘টোল নীতিমালা, ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০.০০ টাকা/কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তীতে টোল নীতিমালা, ২০১৪ অনুসারে যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ ১ জুলাই, ২০২২ তারিখ হতে কার্যকর হবে।’

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার।

টোল নীতিমালা অনুসারে, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এ এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলার ২৫ টাকা, হেভি ট্রাক ২০ টাকা, মিডিয়াম ট্রাক ১০ টাকা, বড় বাস ৯ টাকা, মিনি বাস বা কোস্টার ৫ টাকা, মাইক্রোবাস ৪ টাকা, সেডান কার ২.৫০ টাকা এবং মোটরসাইকেল ১ টাকা হারে টোল নির্ধারণ করা হবে জানা গেছে।

এর আগে রোববার ভোর ৬ টায় সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতু পার হয়ে ঢাকায় আসতে দীর্ঘদিন যে অসহনীয় দুর্ভোগ ও কষ্ট ছিল তা দূর হয়েছে।

পদ্মা সেতুতে চলাচলের জন্য মোটরসাইকেলে ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা, ছোট বাস (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা ও বড় বাস (থ্রি-এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল দিতে হয়।

এ ছাড়া ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের বেশি থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা দিতে হয়।

এদিকে আজ সোমবার থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে রোববার রাতে সেতু বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এদিকে রোববার রাতেই পদ্মা সেতুতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়।