প্রচ্ছদ ›› জাতীয়

১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২২ ০৯:৪৬:০৬ | আপডেট: ২ years আগে
১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল চলাচল শুরু
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ী রেলক্রসিংয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দি‌কে ওই রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ঢাকা রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলসূত্র ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল।

খবর পেয়ে ভোর ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল ৯টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হলে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার সোহেল খান জানান, মালবাহী এনজিবিসি রেলটি বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকা দিকে যাচ্ছিল। পথে রাজাবাড়ী ক্রসিংয়ে লাইনচ্যুত হয়। বিষয়টি প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। প্রকৌশলী বিভাগ রাতেই এসে উদ্ধার কাজ শুর করে। সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।

উদ্ধারের বিষয়ে পশ্চিম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আমিন জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ভোর ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়। সকাল ৯টার দিকে উদ্ধার শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।