প্রচ্ছদ ›› জাতীয়

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৩ ১১:০৯:২৯ | আপডেট: ২ years আগে
১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় শুরু হয়েছে ফেরি চলাচল।

সোমবার সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ঘন কুয়াশার কারণে গতকাল রোববার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ‘টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় আটকে পড়া যানবাহনগুলো পার করে দেওয়া হচ্ছে। এ নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।’