প্রচ্ছদ ›› জাতীয়

১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৩ ০৯:১৬:১৬ | আপডেট: ২ years আগে
১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
ফাইল ছবি

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা এবার সব ধরনের খরচ ছাড়াও অতিরিক্ত এক হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

গত বছর হজযাত্রার জন্য একই পরিমাণ বৈদেশিক মুদ্রার অনুমতি দেওয়া হয়েছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যেক হজযাত্রী হজের মোট খরচ ছাড়াও বৈদেশিক মুদ্রায় এক হাজার ২০০ ডলার বা তার সমতুল্য অর্থ নিতে পারবেন। তবে ভ্রমণ কোটা হজযাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।