কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ১৪টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম (৩৩) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। রবিউল ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আখন্দ জানান, পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের পাশ থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি স্বর্ণের বারগুলো ভারতে পাচার করছিলেন।