প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। রবিবার মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় দুই ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল চারটার দিকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।
মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। যে কারণে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
এদিকে, তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা রোববার (৪ জানুয়ারি) শেষ হওয়ার পর মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। এসময় অনেকেই উত্তরা উত্তর মেট্রো স্টেশনে ভিড় জমান। যাত্রীর চাপে ওই স্টেশনের গেট বন্ধ করে দেয়া হয়।
এর আগে, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।
অন্য একটি সূত্রে জানা গেছে, যাত্রীদের মধ্যে কেউ জরুরি বাটনে চাপ দেয়ায় এই সমস্যা হয়েছে। মেট্রোরেল স্টেশনের ডিসপ্লে বোর্ডেও এমনটা লেখা দেখা গেছে।