প্রচ্ছদ ›› জাতীয়

২ দিন চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২১ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারি ২০২৪ ১৮:০১:২৩ | আপডেট: ১১ মাস আগে
২ দিন চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২১ ট্রেন

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডে চার যাত্রীর মৃত্যুর ঘটনায় বেনাপোল এক্সপ্রেসসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ২১টি ট্রেনের যাত্রা দুই দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর।

নির্বাচনের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) এবং নির্বাচনের দিন রবিবার (৭ জানুয়ারি) এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

বিষযটি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান জানান, ‘অনিবার্য কারণবশত শনিবার ও রবিবার বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস বন্ধ থাকবে। পাশাপাশি মহানন্দা আপ ও ডাউন, রকেট আপ ও গাউন, পদ্মরাগ ২১/২২, রংপুর শাটল ৯৭/৯৮, ঢাকা কমিউটার- ৯৯, রাজশাহী কমিউটার ৫/৬ ও বগুড়া কমিউটার ৫/৬ শনিবার ও রবিবার বন্ধ থাকবে।’

এ ছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) শনিবার আংশিক চলবে এবং রবিবার পুরোপুরি বন্ধ থাকবে।