সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবির পর সাগরে ভাসতে থাকা ২০ জেলেকে উদ্ধার করেছে ভারতের কোস্ট গার্ড।
বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার কোস্ট গার্ডের ডোর্নিয়ার বিমান থেকে উদ্ধার অভিযান পরিচালনার সময় ওই জেলেদের সমুদ্রে ভেসে থাকতে দেখা যায়। জেলেরা ডুবে যাওয়া নৌকার ভাঙা অংশ ধরে ভেসে ছিলেন।
এক টুইটে ভারতীয় কোস্ট গার্ড জানায়, সাইক্লোন সিত্রাংয়ে আঘাতে সাগরে থাকা ২০ জেলেকে উদ্ধার করেছে ভারতের কোস্ট গার্ড। প্রচলিত নিয়ম অনুযায়ী, তাদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হবে।
সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।