প্রচ্ছদ ›› জাতীয়

২১ ঘণ্টা পর তিন বিমানবন্দর চালু

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২২ ১২:১৯:২৪ | আপডেট: ২ years আগে
২১ ঘণ্টা পর তিন বিমানবন্দর চালু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর এর উড্ডয়ন কার্যক্রম আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।’

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার বিকেল ৩টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এদিকে সম্পূর্ণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। সিত্রাং অতিদ্রুত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করেছে। বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অবস্থান করছে।