প্রচ্ছদ ›› জাতীয়

সিদ্দিকবাজারের বিস্ফোরণ

২৪ ঘণ্টা পর ভবনের বেসমেন্ট থেকে দেহাংশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৩ ১৭:১০:৪৫ | আপডেট: ২ years আগে
২৪ ঘণ্টা পর ভবনের বেসমেন্ট থেকে দেহাংশ উদ্ধার

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ২৪ ঘণ্টা পর বিধ্বস্ত ভবনের বেসমেন্ট থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার।

ঘটনাস্থল থেকে তিনি বলেন, ‘বিস্ফোরণে বিধ্বস্ত ৭ তলা ভবনের বেসমেন্ট থেকে মানুষের কোমরের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। পরে সেটি র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করা হয়।’

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘ভবনটিতে কোনো মরদেহ আছে কি না, ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষার পর ধংসস্তূপ সরিয়ে তল্লাশি চালানো হচ্ছে।’

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এখনো তিন জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা।