হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮টি স্বর্ণেরর বার জব্দের মামলায় মুনকির মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৫ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মুনকির মিয়া পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এফ এম রেজাউর রহমান রুমেল জানান, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায়ও দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৮ সালের ৫ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে আসার সময় ২৮টি স্বর্ণের বারসহ মুনকির মিয়াকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ২০১৯ সালের ৩১ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। গ্রেপ্তারের পর মুনকির মিয়া হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পান। সেই থেকে তিনি পলাতক আছেন।