প্রচ্ছদ ›› জাতীয়

৩৫ ঘণ্টা পর চবি ছাত্রলীগের আন্দোলন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২২ ১২:৩৩:২৬ | আপডেট: ৩ years আগে
৩৫ ঘণ্টা পর চবি ছাত্রলীগের আন্দোলন প্রত্যাহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেট | সংগৃহীত ছবি

টানা ৩৫ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে রাখার দাবিতে পদবঞ্চিতদের অনির্দিষ্টকালের আন্দোলন প্রত্যাহার করেছে।

মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন পদবঞ্চিত বিজয় গ্রুপের নেতা-কর্মীরা।

আন্দোলনের প্রত্যাহারের পর স্বাভাবিক হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি। তবে এখনও শিক্ষক বাস এবং শাটল ট্রেন চলাচল শুরু হয়নি।

আন্দোলনের নেতৃত্বে থাকা বিজয় গ্রুপের পদবঞ্চিত নেতা দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের একমাত্র নেতা ও অভিভাবক মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি আমাদের আশ্বস্ত করে বলেছেন, আমাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলবেন। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।’

এদিকে তিন বছর পর রোববার মধ্যরাতে ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। কমিটি ঘোষণার পর থেকে পদ নিয়ে নেতাদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

পদবঞ্চিতরা সোমবার ভোর থেকে থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন ও শিক্ষক বাস পৌঁছাতে দেয়নি অবরোধকারীরা। ফলে বাতিল করা হয় চার বিভাগের পরীক্ষা ও সকল বিভাগের ক্লাস।