প্রচ্ছদ ›› জাতীয়

৪ ঘণ্টা পর বুড়িগঙ্গা থেকে মাঝির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২২ ১৯:০৪:৫৪ | আপডেট: ৩ years আগে
৪ ঘণ্টা পর বুড়িগঙ্গা থেকে মাঝির লাশ উদ্ধার
পুরনো ছবি

ঢাকার কেরানীগঞ্জের বাশপট্টির বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে মো. সোহরাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।

তিনি জানান, কথা কাটাকাটির জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে মনির হোসেন নামে এক যাত্রী তার মাথায় কাঠের টুকরো দিয়ে আঘাত করলে সোহরাব নদীতে পড়ে যায়। পরে নৌপুলিশের ডুবুরি দল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন- ভাসানচর থেকে পালানোর সময় ৭ রোহিঙ্গা আটক

এ ঘটনার পর স্থানীয় লোকেরা মনিরকে মারধর করে থানায় সোপর্দ করেন বলে জানান ওসি। এছাড়া প্রায় শতাধিক নৌকার মাঝি লাশ নিয়ে বিচারের দাবিতে থানা ঘেরাও করে।

বুধবার লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।