প্রচ্ছদ ›› জাতীয়

৪৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৫:১৫ | আপডেট: ২ years আগে
৪৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

শনিবার বেলা পৌনে ১টার দিকে এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন শেখ হাসিনা। এর আগে বেলা পৌনে ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা।

এদিকে, ভোর থেকেই কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকে। সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশ স্থলে যোগ দিতে দেখা গেছে নারীদেরও। মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।

রং বেরংয়ের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ জনসভায় যোগ দেন। বাসন্তী রংয়ের শাড়ি ও সাদা টি শার্ট পরে মিছিল নিয়ে নারী পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী আগমনের আগেই জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করেন।

কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। পরে বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বঙ্গবন্ধুকন্যা।