বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে দেশের ৫টি বিতরণ কোম্পানি।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় আজও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো) তাদের ওয়েবসাইটে সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে। সেই সাথে তালিকা দিতে শুরু করেছে ওজোপাডিকো, নেসকো ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।