প্রচ্ছদ ›› জাতীয়

৫ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৩ ১০:৪৩:২৪ | আপডেট: ২ years আগে
৫ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস
প্রতীকী ছবি

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষর করা পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।