কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেলের(৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদবয়রা গ্রামের নতুন ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক । তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দ্য বিজনেস পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে নৌ-পুলিশও রয়েছে। ঘটনাস্থলে নিহত সাংবাদিকের আইডি কার্ড, ব্যাংকের কার্ড পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।