প্রচ্ছদ ›› জাতীয়

৫ নারীকে বেগম রোকেয়া পদক প্রদান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২২ ১৩:২০:২৭ | আপডেট: ২ years আগে
৫ নারীকে বেগম রোকেয়া পদক প্রদান প্রধানমন্ত্রীর
ফাইল ছবি

সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক ২০২২ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পদক বিতরণ করেন শেখ হাসিনা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন এবং বেগম রোকেয়া পদক ২০২২ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

নারী শিক্ষায় অবদানের জন্য ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য চট্টগ্রামের অধ্যাপক কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য খুলনার ফরিদা ইয়াসমিন, নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য এ পুরস্কার পেয়েছেন। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারীদের আলোকিতকরণে অবদানের জন্য নড়াইলের ড. আফরোজা পারভীন এবং গ্রামীণ উন্নয়নে অবদানের জন্য ঝিনাইদহের নাসিমা বেগম।

অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের পক্ষ থেকে ড. আফরোজা তার অনুভূতির কথা জানান।

প্রাপকদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, চার লাখ টাকার চেক এবং একটি প্রশংসাপত্র দেয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান কল্লোল।