প্রচ্ছদ ›› জাতীয়

৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৩ ১৩:৩১:৫৭ | আপডেট: ২ years আগে
৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিলে জানানো হয়, গাজীপুর সিটি ২৫ মে, খুলনা-বরিশাল ১২ জুন এবং রাজশাহী-সিলেট ২১ জুন ভোট হবে। এ নির্বাচনগুলো শতভাগ ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় কমিশনের ১৭তম সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।

এদিকে সবার আগে হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। যেখানে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, বৃহস্পতিবার। মনোনয়ন পত্র বাছাই হবে ৩০ এপ্রিল, রোববার। আপিল দায়ের হবে ২ মে থেকে ৪ মে। আপিল-নিষ্পত্তি হবে ৫ থেকে ৭ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। প্রতীক বরাদ্দ ৮ মে এবং নির্বাচন হবে ২৫ মে।

অপরদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন তিনি।