প্রচ্ছদ ›› জাতীয়

৫-১২ বছর বয়সীদের ফাইজারের টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২২ ১৪:২৭:২৫ | আপডেট: ১ year আগে
৫-১২ বছর বয়সীদের ফাইজারের টিকা দেয়া হবে

জন্ম নিবন্ধনের মাধ্যমে ৫-১২ বছর বয়সীদের ফাইজারের টিকা দেয়া হবে। এ জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তাই যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের এটি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া কোরবানির পশুর হাট স্বাস্থ্য বিধি মেনে করারও আহ্বান জানান ফ্লোরা।

আরও পড়ুন- ফাইজারের আরও ৪০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র