দৃষ্টিনন্দন ও সরকারি বিভিন্ন স্থাপনায় পোস্টার সাঁটানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির খ্যাতনামা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, কয়েক বিলিয়ন ডলার খরচ করে আমরা মেট্রোরেল নির্মাণ করতে পারি, অথচ পিলারগুলোকে পোস্টার-মুক্ত রাখার সামান্য উদ্যোগটি আমরা নিতে পারি না।
বৃহস্পতিবার বিকালে এক ফেসবুক পোস্টে এ ক্ষোভ জানান অর্থনীতিবিদ।
দ্য বিজনেস পোস্ট পাঠকদের জন্য ওয়াহিদউদ্দিন মাহমুদের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-
কয়েক বিলিয়ন ডলার খরচ করে আমরা মেট্রোরেল নির্মাণ করতে পারি, অথচ পিলারগুলোকে পোস্টার-মুক্ত রাখার সামান্য উদ্যোগটি আমরা নিতে পারি না। এমনিতেই মেট্রোরেলের যে বিস্তৃত বিশালাকার অবকাঠামো, তাকে নগরের সৌন্দর্য বৃদ্ধির সহায়ক বলা যায় না।
তবুও গণপরিবহণ ব্যবস্থার উন্নতির জন্য এই প্রকল্পের প্রয়োজন ছিল। কিন্তু বিনা খরচে যেটুকু দৃষ্টিনন্দন করা যায় সে চেষ্টা তো থাকতে হবে। এখনও মেট্রোরেলের পিলারগুলোতে ছিটেফোটা দু' একটি পোস্টার শুধু দেখা যায়, কিন্তু শুরুতে প্রতিকার না করলে পরে এটা প্রকোপ আকার নেবে।
ঢাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য তো অনেক ব্যয়বহুল প্রকল্প প্রায়ই গ্রহণ করা হয়, যদিও পরবর্তীতে সেগুলোর রক্ষণাবেক্ষণের দিকে আমাদের নজর কম থাকে। যাঁদের উদ্যোগে পোস্টার লাগানো হয়, তাঁদের নাম আর ছবি তো পোস্টারের গায়েই থাকে। এটা কিছুটা অভ্যাস-আচরণের ব্যাপারও। যাঁরা একটা নতুন পরিষ্কার পিলার বা দেয়ালে প্রথম পোস্টারটি অবৈধ ভাবে সেঁটে দেন, তাঁদের কি ন্যূনতম নাগরিক দায়িত্ববোধ বা রুচিশীলতা নেই!