প্রচ্ছদ ›› রাজনীতি

অবশেষে নৌকার পক্ষেই শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২২ ১৪:৪৭:৪৯ | আপডেট: ৩ years আগে
অবশেষে নৌকার পক্ষেই শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের বিরোধ দীর্ঘ দিনের। তবে এবার সেই বিরোধকে পাশ কাটিয়ে অবশেষে নৌকার পক্ষেই কাজ করার ঘোষণা দিয়েছেন শামীম ওসমান।

দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

তিনি বলেন, এতদিন আমি সরাসরি নৌকার পক্ষে প্রচারণায় নামিনি, আজ থেকে নামলাম। 

শামীম ওসমান বলেন, প্রার্থী কে সেটা বিষয় নয়। কলা গাছ না, আম গাছ; সেটিও দেখার সুযোগ নেই- নৌকার পক্ষে কাজ করতে হবে, নৌকাকেই বিজয়ী করতে হবে।

এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের এক যোগে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান শামীম ওসমান। 

এ নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দেয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে থাকেন শামীম ওসমান ও আইভী। সম্প্রতি শামীম ওসমানকে গডফাদার বলেও আখ্যা দেন তিনি। যদিও শামীম ওসমানের সমর্থন চাচ্ছিলেন নৌকার প্রার্থী আইভী। 

সম্প্রতি আইভী বলেন, শামীম ওসমানকে গড ফাদার উপাধি আমি দেইনি। এটা তার বিগত ৩০ বছরের উপাধি, শুধু নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশের তা জানে। আওয়ামী লীগ একটি বিশাল বড় দল। এখানে সকলের স্থান আছে। জনপ্রিয় মানুষের যেমন স্থান আছে, তেমন বির্তকিত মানুষেরও স্থান আছে। সব দলের মধ্যেই সবাই থাকে।

অবশ্য এর জবাবে শনিবার সন্ধ্যায় শামীম ওসমান বলেন, দুদিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কীভাবে? এ প্রশ্ন আপনারা আইভীকে করেন। তিনি কীভাবে এ কথা বললেন। 

শামীম ওসমানের দাবি, আইভী তাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন।

অবশ্য, নৌকার পক্ষে কাজ করবেন, শামীম ওসমানের এমন ঘোষণায় এ বিতর্কের সমাপ্তি হলো।