চলতি বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২০২৩/২০২৪ সালে জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
২০১৯ সালের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে নবম বারের মতো দলের সভাপতি হন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের।
উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে। ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটির দুটি পদ বর্তমানে ফাঁকা আছে। সম্মেলনের আগে পদ দুটি পূরণ হবে কিনা তা নিয়েও রয়েছে আলোচনা।
আগামী ২২তম সম্মেলনে সাধারণ সম্পাদকসহ বেশ কিছু পদে পরিবর্তনেরও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।