প্রচ্ছদ ›› রাজনীতি

আওয়ামী লীগের ‘সাদামাটা’ সম্মেলন ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২২ ১৯:০১:৪৮ | আপডেট: ২ years আগে
আওয়ামী লীগের ‘সাদামাটা’ সম্মেলন ২৪ ডিসেম্বর
ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এবারে সম্মেলনের আয়োজন হবে সাদামাটা।

শুক্রবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি জানান, গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে হবে। খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা।’

এর আগে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। সেখান থেকেই এ সিদ্ধান্তের খবর আসে।