রাঙামাটির লংগদু উপজেলার একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার রাতে লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনি রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সকালে উপজেলার মাইনী বাজারে বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশের কথা ছিল। এদিকে, রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে একই স্থানে আকস্মিক কর্মসূচি ঘোষণা করে লংগদু উপজেলা আওয়ামী লীগ। পরে এই দুই দলের নেতাকর্মীদের মুখোমুখি পরিস্থিতি এড়াতে রোববার রাতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, উভয় দলই একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করতে হয়েছে।
এর আগে রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এ দিন সেখানে কোনো দলই কর্মসূচি পালন করতে পারেনি।