প্রচ্ছদ ›› রাজনীতি

আগামীকাল থেকে নেতাকর্মীদের সতর্ক পাহারার নির্দেশ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২২ ১৪:১৯:৪৪ | আপডেট: ২ years আগে
আগামীকাল থেকে নেতাকর্মীদের সতর্ক পাহারার নির্দেশ: ওবায়দুল কাদের

আগামী ১০ ডিসেম্বর ঘিরে বিএনপি যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্য আগামীকাল বুধবার থেকে সব পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৩ বছরে যারা ১৩ মিনিটেও দাঁড়াতে পারেনি। তারা নাকি ১০ ডিসেম্বর সরকারের পতন করবে। জ্বালা, জ্বালারে বড় জ্বালা। কিসের এত জ্বালা।’

তিনি বলেন, ‌‘ডিসেম্বরে খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আপনারা প্রস্তুত হয়ে যান।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির ডাকে মহাসমাবেশ হয় সমাবেশ। আর আওয়ামী লীগের সমাবেশের ডাকে মহাসমাবেশ হয়। এটাই হলো বাস্তবতা। আজকে তারুণ্যের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে।’

১৫ আগস্টের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জবাব দিতে হবে আজ, খুনিদের বিদেশে কে যেতে দিল? ২১ আগস্ট গ্রেনেড হামলারও মাস্টারমাইন্ড এই তারেক রহমান। উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে শেষ করা।’

দলের সভানেত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি দেশের চিন্তা করেন সার্বক্ষণিক। উনি আমাদের ক্রাইসিস ম্যানেজার।’

‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক পথে আছেন। দেশে যে উন্নয়ন হচ্ছে সেটা আজ আন্তর্জাতিক মহলে প্রশংসনীয়,’ যোগ করেন ওবায়দুল কাদের।