প্রচ্ছদ ›› রাজনীতি

আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতির দায় বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২২ ২১:২১:০৪ | আপডেট: ২ years আগে
আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতির দায় বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন (ফাইল ছবি)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি এবং চলাচলে বিঘ্ন ঘটলে বিএনপি তার দায় দায়িত্ব নিবে।

বুধবার দুপুরে মাদারীপুরে আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে নাক ও তালুকাঁটা ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চর কুকরি মুকরি থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানে যাবেন- সবখানে একই কথা, শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। এখানে আর কেউ বিকল্প নেই।

তিনি বলেন, সারাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে। আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে আমাদের যে স্বপ্ন উন্নত বাংলাদেশ গড়ার; সেখানে আমরা চলে যাব।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ও সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।