প্রচ্ছদ ›› রাজনীতি

আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২২ ১০:১০:৪৪ | আপডেট: ২ years আগে
আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি
মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সোমবার রাতে গণভবনে দলের প্রেসিডিয়াম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘নড়াইল এক্সপ্রেস’ নামে পরিচিত মাশরাফি একাদশ জাতীয় নির্বাচনে তার স্থানীয় এলাকা নড়াইল-২ আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।