তফসিল ঘোষণায় বিলম্ব হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘আপনাদের এই প্রশ্ন আমি বুঝিনাই আর এর উত্তর দেয়াও সম্ভব না। কাল সকাল ১০টায় সবার চায়ের দাওয়াত।’
তিনি জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বুধবার বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
এ সময় সচিব বলেন, ‘৭০ এবং তার পরে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে তার প্রত্যেকটিরই তফসিল প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে সমগ্র জাতি ও বিশ্বকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।’